খেলা

ভারতকে ৪ রানে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের

By Daily Satkhira

February 11, 2019

খেলার খবর: ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি ভারতের। শেষ টি-টোয়েন্টিতে রোমাঞ্চ ছড়িয়েও নিউজিল্যান্ডের কাছে ভারত হেরেছে মাত্র ৪ রানে। নিউজিল্যান্ড এই সিরিজ জিতলো ২-১ ব্যবধানে।

২১৩ রানের বিশাল লক্ষ্যে খেলতে নামা ভারত জয় থেকে দূরেই ছিলো এক পর্যায়ে। ১৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়া দলটি জয়ের কাছে চলে আসে দিনেশ কার্তিক ও ক্রুনাল পান্ডিয়ার আগ্রাসী ব্যাটিংয়ে। ১২ বলে জয় পেতে এক সময় প্রয়োজন ছিলো ৩০ রান। ১৯তম ওভারে পিটিয়ে ১৪ রান তুলে ফেলেছিলেন পান্ডিয়া ও কার্তিক মিলে। শেষ ওভারে টিম সাউদি বল করতে এলে সর্বোচ্চ ১১ রান তুলতে পারে ভারত।

এর আগে রোহিত শর্মা ৩৮ আর বিজয় শঙ্কর সর্বোচ্চ ৪৩ রান করে ইনিংস সমৃদ্ধ করতে কার্যকরী ভূমিকা রাখেন। তাদের ইনিংসগুলো ঝড়ো না হলেও কার্তিক ও পান্ডিয়াই মূলত শেষ দিকে ঝড়ো গতিতে খেলেছেন। ১৬ বলে ৪ ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন কার্তিক ও আর ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত ছিলেন ক্রুনাল পান্ডিয়া।

নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল।

এর আগে টস হেরে ব্যাট করে নিউজিল্যান্ড কলিন মুনরোর ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে। ৪০ বলে ৭২ রান করেন মুনরো। ৫টি চার ও ৫ ছক্কা ছিলো তার ইনিংসে। এছাড়া ওপেনার সেইফার্টও ছিলেন আক্রমণাত্মক। এই দুজনের ঝড়ো জুটিতে ৮ ওভারে জমা হয় ৮০ রান। সেইফার্ট ও মুনরো ফিরে গেলে ঝড়ো গতিতে রান তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ড হোম। তারা যথাক্রমে ২৭ ও ৩০ রান করে ফিরলে পরে আরও আক্রমণাত্মক ছিলেন ড্যারিল মিচেল ও রস টেলর। ১১ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন মিচেল। আর রস টেলর ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ৪ উইকেটে ২১২ রান তুলে নিউজিল্যান্ড।

ঝড়ো ইনিংস খেলা মুনরো হয়েছেন ম্যাচসেরা আর তিন ম্যাচে সর্বাধিক ১৩৯ রান করা সেইফার্ট হন সিরিজ সেরা।