খেলা

রুটের শতকে রান পাহাড়ে ইংল্যান্ড

By Daily Satkhira

February 12, 2019

খেলার খবর: ১৪২ রানে পিছিয়ে থেকে সেন্ট লুসিয়ায় তৃতীয় দিনের চতুর্থ ওভারেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন তরুণ অলরাউন্ডার কিমো পল। ফিল্ডিংয়ের সময় ডান ঊরুতে গুরুতর আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে। জো ডেনলির একটি কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে বিপদের মুখে পড়েন পল।

নির্বাসিত জেসন হোল্ডারের পরিবর্তে তৃতীয় টেস্টে দলে সুযোগ পাওয়া এই ক্রিকেটারকে মাঠেই প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় হাসপাতালে। এরপর তার চোটের জায়গায় স্ক্যান করার কথা জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে মাঠে ফিরতে প্রায় সপ্তাহ ছয়েকের মতো সময় লাগবে বছর কুড়ির এই ক্রিকেটারের।

এদিকে প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থাকার পর তৃতীয়দিন অধিনায়ক জো রুটের সেঞ্চুরি, জো ডেনলি ও জস বাটলারের অর্ধশতরানে তৃতীয় টেস্টে জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ড অধিনায়কের শতরানেই ঘরের মাঠে ইংলিশদের ক্লিনসুইপ স্বপ্ন দেখা থেকে পিছু হটতে হচ্ছে ক্যারিবিয়ানদের।

অধিনায়কের পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে নিজের প্রথম হাফসেঞ্চুরিতে নজর কাড়েন ডেনলি। এরপর রুটের সঙ্গে জুটি বেঁধে বাটলারের অর্ধশতরানে নিয়মরক্ষার টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩২৫। ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪৪৮ রানে এগিয়ে তারা। তৃতীয়দিন ড্যারেন স্যামির নামাঙ্কিত স্টেডিয়ামে ডেনলির সঙ্গে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করার পর বাটলারের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন রুট। আর এতেই বড় রানের লক্ষ্যে এগিয়ে যায় ইংলিশরা।

ব্যক্তিগত ৬৯ রানে ডেনলি ও ৫৬ রানে বাটলার আউট হলেও দিনের শেষে ১১১ রানে অপরাজিত রুট। বাটলারের সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বেঁধে অধিনায়ক তোলেন ১০৭ রান। এরই মাঝে টেস্ট ক্রিকেটে ১৬তম শতরানটি পূর্ণ করে নেন তিনি।

দিনের শেষে রুটের সঙ্গে ২৯ রানে অপরাজিত রয়েছেন বেন স্টোকস। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৭১ রানের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।