সাতক্ষীরা

সাতক্ষীরায় গৃহবধুকে হত্যার পর ফ্যানে ঝোলানোর অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

By daily satkhira

February 12, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় গৃহবধুকে হত্যার পর মুখে বিষ ঢেলে ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালানোর সময় জনতার সহযোগিতায় পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল রিপের্ট শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে।

নিহত গৃহবধুর নাম আঁখি বসু (২০)। তিনি যশোরের কেশবপুর থানার গড়ভাঙা গ্রামের গোবিন্দ বসু ও জোসনা বসুর মেয়ে। গোবিন্দ বসু জানান, তার মেয়ে আখি বসুকে হত্যা করেছে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের এসকে বোস, তার স্ত্রী অশোকা বোস এবং ছেলে অরূপ বোস (২৫)। তিনি আরও জানান, বছর দেড়েক আছে অরূপ বোসের সাথে তার মেয়ে আখির বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর আখির উপর যৌন নির্যাতন করতো। বাবা ও ছেলে দুজনই যৌন নির্যাতন করতো আখির উপর।তাদের এ অনৈতিক কাজে সহযোগিতা করতো শাশুড়ি অশোকা বোস। মঙ্গলবার সকালে আখিকে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশের বিষ ঢেলে দেয় এসকে বোস ও তার ছেলে অরূপ বোস। এরপর মৃতদেহ ঘরের সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর জনতার সহায়তায় আখির ঘাতক তার স্বামী অরূপ বোস, শ্বশুর এসকে বোস ও শাশুড়ি অশোকা বোসকে আটক করে।সাতক্ষীরা সদর থানার এসআই হাসানুজ্জামান, এএসআই শিল্লুর রহমান, এএসআই কুতুবউদ্দিন ঘটনাস্থল থেকে জানান, গৃহবধু আখি বোসকে পরিকল্পিতভাবে হত্যার পর মুখে বিষ ঢেলে মরদেহ ঘরের সিলিংফ্যানে ঝুলিয়ে রাখে। এরপর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যাবার সময় জনতার সহযোগিতায় পিতা পুত্র ও মাতাকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।