বিনোদন

ঢাকায় শুটিং হওয়া ইরানি ছবির জয়জয়কার

By Daily Satkhira

February 12, 2019

বিনোদন সংবাদ: ৯০তম অস্কার অ্যাওয়ার্ড-এর সম্ভাবনাময় তালিকায় ছিলো ইরানের ছবি ‘ব্রেথ’! যে ছবিটির নির্মাতা একজন নারী। ইরানের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে অস্কারে পাঠানো হয় কোনো নারী নির্মাতার ছবি! আর এবার ইরানের ৩৭তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দাপট দেখালেন ‘ব্রেথ’ নির্মাতা নার্গিস আবেয়ার!

গেল বছরের আগস্টের মাঝামাঝিতে শুটিং বহর নিয়ে ঢাকায় এসেছিলেন ইরানি এই নির্মাতা। মনে আছে নিশ্চয়? আর সেই ছবিটির জন্যই এবার ৩৭তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাত করে দিয়েছেন এই নারী নির্মাতা!

ছবির নাম ‘নাইট অব দ্য ফুল মুন’(শাবি কে মহ কমেল শোদ)। এই ছবির জন্যই ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬টি বিভাগে পুরস্কার অর্জন করেন নার্গিস।

৬টি বিভাগে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় নার্গিসের পরিচালনায় ঢাকায় শুটিং হওয়া ছবি ‘নাইট অব দ্য ফুল মুন’। শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ প্রযোজকের মতো শীর্ষস্থানীয় পুরস্কারগুলো ভাগিয়ে নেয় ছবিটি।

গেল বছর আগস্টে ‘নাইট অব দ্য ফুল মুন’ এর জন্য বেশ কয়েকদিন ঢাকায় ছিলেন নার্গিস আবেয়ার। চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন অলিগলিতে। যেখানে চলচ্চিত্র নির্মাণ ও তার ব্যক্তিগত স্ট্রাগল নিয়ে দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছিলেন।

ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৭তম আসর শুরু হয় গত ৩০ ডিসেম্বর। যার পর্দা নামলো ১১ ফেব্রুয়ারি। যে আসরটির আন্তর্জাতিক চলচ্চিত্রের অংশটা অনুষ্ঠিত হয় প্রতি বছরের এপ্রিলে। যেখানে অংশ নেন বিশ্বের নামিদামি চলচ্চিত্র নির্মাতারা।