সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলায় পোকা দমনে বোরো ধান ক্ষেতে পার্চিং উৎসব

By daily satkhira

February 12, 2019

মঙ্গলবার সকালে সাতক্ষীরা পৌরসভার বাঁকাল মাঠ, ধুলিহর কোমরপুর মাঠ, ব্রহ্মরাজপুরের দহাকুলা মাঠ, লাবসা মাঠসহ ১৪টি ইউনিয়নে এক যোগে বোরো ধান ক্ষেতে ডাল কুঞ্চি পোতার কাজে কৃষকদের উদ্বুদ্ধ করণের জন্য পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাজরার স্ত্রী মথ, পাতা মোড়ানো পোকার স্ত্রী মথ, ধানের গাছের পাতার উপর এক সাথে ৩/ ৪ শত ডিম পাড়ে। মাজরা পোকা ধানের কুশি ও শীষ কেটে এবং পাতা মোড়ানো পোকা পাতা খেয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। কৃষকরা দিশেহারা হয়ে এলোপাতাড়ী নীটনাশক ¯েপ্র করে পরিবেশ দূষণ সৃষ্টি করে। ফিঙ্গে পাখি প্রতিদিন ৯ থেকে ১৪টি পোকা খেয়ে পোকার ডিম পাড়া থেকে রক্ষা করে। কীটনাশক ¯েপ্র করার প্রয়োজন হয় না। সাতক্ষীরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনা কীটনাশকে ধান উৎপাদনের কলাকৌশল শিখানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করণে পার্চিং উৎসবের আয়োজন করেছে। পৌরসভার উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ কুমার গুহ, কৃষক শহীদুল ইসলাম, আশরাফ আলী, নবীর আলী, জগদিশ মন্ডল, গৌর বর, শাহাদাৎ, মোসলেম, ন্যাশনাল সার্ভিসের স্বপন, জাহাঙ্গীর, শরিফুজ্জামান, মলায় কান্তি,নুরুল ইসলাম, শান্তা, রতœা, উর্মি আজিজ, সুবর্ণাসহ অনেকে উপস্থিত ছিলেন। ধুলিহর কোমরপুর মাঠে উপ-সহকারি কৃষি অফিসার বিশ্বজিত দাশ, শাহানা আফরোজ, নীল কণ্ঠ সরকার, কৃষক মহরম, মঞ্জুর, এনামুল, তরুণ মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি