আন্তর্জাতিক

‘ভারতরত্ন’ পুরস্কার প্রত্যাখ্যান ভূপেন হাজারিকার পরিবারের

By Daily Satkhira

February 13, 2019

বিদেশের খবর: নাগরিকত্ব বিলের প্রতিবাদে ‘ভারতরত্ন’ পুরস্কার প্রত্যাখ্যান করেছে প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভূপেন হাজারিকার একমাত্র ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন, তারা এই পুরস্কার নেবেন না।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এ বিষয়ে তেজ হাজারিকা যুক্তরাষ্ট্র থেকে বিবৃতি দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিতর্কিত নাগরিকত্ব বিলে রাজনৈতিকভাবে তাঁর বাবার নাম ব্যবহার করা হয়েছে।

কিংবদন্তী গায়ক-সুরকার ভূপেন হাজারিকাকে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সমাজকর্মী প্রয়াত নানজী দেশমুখের সঙ্গে এই প্রজাতন্ত্র দিবসে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ পুরস্কার দেওয়া হয়।