খেলার খবর: শুরুতে উইকেট হারানোর চাপ নিতে পারেননি লোয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুইশ করতে পারবে কিনা বাংলাদেশ-তা নিয়েই জেগেছিল শঙ্কা। তবে মোহাম্মদ মিঠুনের ফিফটিতে তা সম্ভব হয়েছে।
১৩১ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ দলকে পথ দেখান মিঠুন ও সাইফউদ্দিন। অষ্টম উইকেট জুটিতে তারা যোগ করেছেন ৮৪ রান। মিঠুনের ৬২ ও সাইফুদ্দীনের ৪১ রানের লড়াকু ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছে ২৩২ রান। মোহাম্মদ মিঠুনের সঙ্গে জুটি বেধে প্রতিরোধের সম্ভাবনা জাগান মিরাজ। ৩৭ রানের সপ্তম উইকেট জুটিতে মিরাজের অবদান ২৬। খেলেন ২৭ বল। তিন বাউন্ডারির সঙ্গে ছক্কা হাঁকান একটি। টপ অর্ডারে সৌম্য সরকার ২২ বলে করেন ৩০ রান। নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন বোল্ট ও স্যান্টার।