কালিগঞ্জ

বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও নলতার বিভিন্ন কর্মসূচি পালন

By daily satkhira

February 13, 2019

তরিকুল ইসলাম লাভলু : বিশ^ বেতার দিবস উপলক্ষে কমিউনিটি রেডিও “রেডিও নলতা এফএম ৯৯.২” এর উদ্যেগে বুধবার (১৩ ফেব্রুয়ারী) সকালে র‌্যালী, আলোচনা সভা ও বিশেষ সাক্ষাৎকারসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব বেতার দিবস-২০১৯ এর এবারের প্রতিপাদ্য বিষয় : সংলাপ,সহনশীলতা এবং শান্তি। রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম সাহরিয়ারের সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেডেন্ট আবুল ফজল মাহমুদ বাপ্পী। আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির প্রেস সচিব সাংবাদিক তোষিকে কাইফুসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজ,শ্রোতাক্লাব প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানা গেছে, ২০১২ সাল থেকে সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ বেতার, প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিওগুলো এতে অংশ নেয়। আগামীর বাংলাদেশ হবে রেডিও’র বাংলাদেশ। সরকার ইতিমধ্যে ২৮টি প্রাইভেট এফএম এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে। এছাড়া বাংলাদেশ বেতার ১২টি আঞ্চলিক বেতার কেন্দ্র এবং ৩৫টি এফএম পরিচালনা করছে। দেশে বর্তমানে ১৬টি কমিউনিটি রেডিও প্রতিদিন ১২৫ ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠান সম্প্রচার করছে। ১ হাজার তরুণের অংশগ্রহণে নতুন ধারার এ গণমাধ্যমটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ১৪টি জেলার ৬৮টি উপজেলার প্রায় ৫৫ লাখ জনগোষ্ঠী কমিউনিটি রেডিওর সুবিধা ভোগ করছে । কমিউনিটি রেডিও স্টেশন পর্যায়ে ৫ হাজার ‘শ্রোতা ক্লাব’ গঠিত হয়েছে শ্রোতাদের সমন্বয়ে।