সাতক্ষীরা

সাতক্ষীরায় নানা আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

By daily satkhira

February 13, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ ‘বঙ্গবন্ধুর অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় কৃষিবিদ দিবস পালিত হয়েছে। কৃষিবিদ ইনষ্টিটিউশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে সাতক্ষীরার কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামার বাড়ি) থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাবসা পলিটেকনিক ইনষ্টিটিউটে এক আলোচন সভায় মিলিত হয়। সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক শেখ ইফতেখার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিন বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা নুরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা বিনেরপোতা কুষি সম্প্রসারন অধিদপ্তরের পরামানু কৃষি গবেষক বিনের পোতা আল আরাফাত তপু, গবেষক ওলি আহম্মদ ফকির, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃষি, মৎস্য, ডেইরি ও বেসরকারী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংস্থার ৪০ জন প্রতিনিি অংশগ্রহণ করেন।