কালিগঞ্জ

আখেরি মোনাজাতের মাধ্যমে নলতা শরীফে ওরছ সম্পন্ন

By Daily Satkhira

February 11, 2017

নলতা  প্রতিনিধি: দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এঁর ৫৩ বার্ষিক ওরছ শরীফ। নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো.আবু সাঈদ রংপুরী আধাঘন্টা ব্যাপি আখেরী মোনাজাত পরিচালনা করেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছারউদ্দিন আহমদ’র বিশেষ তত্ত্বাবধানে ২৬, ২৭, ২৮ মাঘ ৮, ৯, ১০ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি পীর কেবলার ৫৩ তম বার্ষিক ওরছের আখেরী মোনাজাতে কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, স্থানীয়সহ দেশ-বিদেশ থেকে আগত শাখা মিশন কর্মকর্তা, ভক্তবৃন্দ,  পুলিশ প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবকবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ  তথা বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের ধর্মপ্রাণ লক্ষাধিক নারী-পুরুষ, শিশু অংশ নেয়। এ সময় গোটা এলাকা আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। সর্বত্র বিরাজ করে ভাবগাম্ভীর্য পরিবেশ। পীর কেবলার মাজার শরীফ ছেড়ে অনেককে দূরের কর্মস্থলে চলে যেতে হবে ভেবে কান্নায় ভেঙে পড়ে। আখেরী মোনাজাতে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ এর সভাপতিত্বে আলোচনা রাখেন ও অংশগ্রহণ করেন স্থানীয় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক, নলতা পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. আলহাজ্জ মো. আব্দুল মজিদ, আলহাজ চৌধুরী ডা. মঈনউদ্দিন আহমদ (ঢাকা), ড. গোলাম মঈনউদ্দিন (নলতা শরীফ), ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক আলহাজ্জ কাজী রফিকুল আলম, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবু মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম¥দ, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, আলহাজ্জ ডা. মো. খলিলউল্লাহ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো.শহীদুল আলম,  কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ  শেখ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, মো. মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, কর্মকর্তা আলহাজ্জ ডা. মো. আকবর হোসেন, আলহাজ্জ এএইচ এম মাহফুজুল হক, মো.আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ মো. এনামুল হক খোকন, মো. শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ ডা. মো. আবুল কাশেম. অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম,  মো. শফিকুল হুদা, ডা. মো. নজরুল ইসলাম, মো. আনছার আলী, মো. খায়রুল হাসান, মো.মহসীন আলী হালদার, আলহাজ্জ মো. মুজিবর রহমান, আলহাজ্জ একরামুল রেজা, আলহাজ্জ মো. শফিকুল ইসলাম, আলহাজ্জ মো. আলমগীর হোসেন, মো.আনোয়ারুল হক, আলহাজ্জ মো. রবিউল হকসহ নির্বাহী কমিটির কর্মকর্তা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক প্রমুখ। আখেরী মোনাজাতের পূর্ব বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন হাফেজ মো.হাবিবুর রহমান, মাওলানা ক্বারী আবু মুছা, মো.আব্দুর রহমান, মো.ফিরোজ আলম, মো.আকতার হোসেন বাচ্চু, মো.আনিছুর রহমান ও বি এম নজরুল ইসলাম। এদিকে বেলা সাড়ে ১০টা থেকে নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ এর সভাপতিত্বে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.আব্দুল মজিদ ও যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  মিশনের আজীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।