আশাশুনি

কুল্যার আগরদাড়ীতে চারদলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

By daily satkhira

February 14, 2019

আশাশুনি ব্যুরো: “খেলাকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারদলীয় মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগরদাড়ী বলাকা যুব সংঘের জুনিয়র ক্রিকেট একাদশের আয়োজনে খেলায় বালিয়াঘাটা মিনি ক্রিকেট একাদশ, আগরদাড়ী সরদার বাড়ি মিনি ক্রিকেট একাদশ, কচুয়া মিনি ক্রিকেট একাদশ ও আগরদাড়ী বলাকা যুব সংঘের জুনিয়ার মিনি ক্রিকেট একাদশ দল অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের খেলা শেষে আগরদাড়ী সরদার বাড়ি মিনি ক্রিকেট একাদশ ও আগরদাড়ী বলাকা যুব সংঘের জুনিয়ার মিনি ক্রিকেট একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে নির্ধারিত ওভারে প্রথমে ব্যাট করতে নেমে আগরদাড়ী সরদার বাড়ি মিনি ক্রিকেট একাদশ চার উইকেটে ৪৭ রান করে। জবাবে আগরদাড়ী বলাকা যুব সংঘের জুনিয়ার মিনি ক্রিকেট একাদশ সব কয়টি উইকেট হারিয়ে ২৮ রান করতে সক্ষম হয়। ফলে আগরদাড়ী সরদার বাড়ি মিনি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। দর্শন নন্দিত এই খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন, আরিফুল ইসলাম ও আবুল খায়ের। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুল্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দৃষ্টিপাতের কুল্যা প্রতিনিধি আঃ মোমিন। ইউনিয়ন যুবলীগ সভাপতি মেম্বার আলমগীর হোসেন আঙ্গুরের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আঃ জলিলের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষক বিপুল কুমার রাজু, বিশিষ্ট ব্যবসায়ী রইসূল ইসলাম রিকন, আগরদাড়ী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুল্লাহ,বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম ঢালী, রিপন কুমার মিত্র, মাহবুবার মোড়ল। মনোমুগ্ধকর এই খেলায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জন প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।