সাতক্ষীরা

ভালবাসার শব্দমালা দুইদিন ব্যাপী আবৃত্তি উৎসবের উদ্বোধন

By daily satkhira

February 14, 2019

নিজস্ব প্রতিবেদক : ভালবাসার শব্দমালা দুইদিন ব্যাপী আবৃত্তি উৎসব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে ১৪ ও ১৫ ফেব্রুয়ারী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, এম কামরুজ্জামান, তৈয়্যব হাসান বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে অংশগ্রহন লিনেট ফাইন আর্টস ও আজমল স্মৃতি সংসদ, ঈক্ষণ সাংস্কৃতি সংসদ, বর্ণমালা একাডেমি, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, জেলা সাহিত্য পরিষদ, জাগ্রত সাতক্ষীরা, জেলা আবৃত্তি পরিষদ, সাতক্ষীরা সিকনদার একাডেমি। এছাড়াও আবৃত্তি শিল্পী আহসানউল্লাহ তমাল এর বিশেষ পর্ব। পরিবেশনা করেন বিশিষ্ট্য আবৃত্তি শিল্পী রুপা চক্রবর্তী, প্রবীণ আবৃত্তি শিল্পীদের মধ্যে পরিবেশনা করেন সিরাজ খান, শেখ আনসার আলী, মুস্তাহিদুর রহমান, মাকসুরা বানু বেনু প্রমূখ। এছাড়া ১৫ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ ইলতুৎমিশ, অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন এসএম মোস্তফা কামাল।