সাতক্ষীরা

মনমাঝি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

By daily satkhira

September 02, 2016

নিজস্ব প্রতিবেদক ॥ দিলরুবা’র দ্বিতীয় কাব্য গ্রন্থ “মনমাঝি” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা অফিসার্স ক্লাবে লিনেট ফাইন আর্টস একাডেমি সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রাণলয়ের উপ-পরিচালক মঈনুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অরুন কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী, জেলা শিক্ষা অফিসার কিশোরীমোহন সরকার, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র, এনডিসি আবু সাঈদ,সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন, সহকারী কমিশনার সাদিয়া আফরিন, বিবি খাদিজা, আফসানা কাওসার, আবু আফফান রোজ বাবু, বিশিষ্ট সাহিত্যিক ও কবি কাজী ওলিউল্লাহ, কবি ও সাহিত্যিক পল্টু বাসার, মনমাঝি কাব্যগন্থের লেখক দিলরুবা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, মোসফেকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় দিলরুবা লিখিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল রেফারী তৈয়ব হাসান বাবু। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে দেশে অপতৎপরতা চলছে। বর্তমানে কোন ভালভাসা দেশপ্রেম প্রকৃতিপ্রেম নেই। দেশের এর অবস্থা থেকে মানুষকে শান্তির পথে আনতে সংস্কৃতির চর্চার কোন বিকল্প নেই।