দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুরে বক্ষ ব্যধির বিষয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদে উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। ক্যাম্পেইনে বক্ষ ব্যধির উপর ১১৭জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করেন, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন ও বক্ষ ব্যধি বিশেষজ্ঞ ডাঃ স.ম মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন সাসের সমন্বয়কারী শামীম হোসাইন, সমৃদ্ধির ডাঃ মনোজ কুমার হালদার, শামীমা খাতুন, সকল ওয়ার্ডের স্কুল শিক্ষিকা ও স্বাস্থ্য সেবিকা ও ইউপি সদস্যবৃন্দ। ক্যাম্প পরিচালনা কালে ইউপি চেয়ারম্যান বলেন, সখিপুর ইউনিয়নে অনেক বয়স্ক রোগী রয়েছে যারা দির্ঘ দীন ধরে এ্যাজমা, এলার্জি, শ্বাসকষ্ট ও যক্ষা জনিত রোগে ভুগছে। ভাল চিকিৎসা হলে তারা বিনামুল্য সেবা পাবে এবং দ্রুত আরোগ্য লাভ করবে। গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ পাঁচশত টাকা দিয়ে বড় ডাক্তার দেখাতে দেখাতে পারেন না। এ ধরনের কর্মসূচী সখিপুর ইউনিয়নের জন্য অত্যান্ত কল্যান কর।