জাতীয়

দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি, রাজধানীতে দুর্ভোগ

By Daily Satkhira

February 17, 2019

দেশের খবর: পশ্চিমা লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হচ্ছে। রাত থেকে থেমে থেমে হয় এই বৃষ্টি। ফাগুনের শুরুতেই এই বৃষ্টিতে একদিকে যেমন ধুলাবালি থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে নগরীর অফিসগামী মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা শনিবার রাত থেকে শিলা বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন। রাজধানীতে ভোরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বসন্তে এসে মিলে শীতের দেখা। বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহনের সংকট সৃষ্টি হয়। তাই অফিসগামী মানুষকে পড়তে হয় দুর্ভোগে। কর্মস্থলে যেতে ভুগান্তি পোহাতে হয়।

গতকালই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে শীতে রাস্তায় ধুলাবালিতে নাকাল মানুষের জন্য বৃষ্টি স্বস্তিও নিয়ে এসেছে। বৃষ্টিতে কর্মস্থলে যেতে কষ্ট হলেও তাই নগরীর অনেকে স্বস্তিও প্রকাশ করেছেন।