আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক আদালতে মুখোমুখি ভারত-পাকিস্তান!

By Daily Satkhira

February 17, 2019

বিদেশের খবর: কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে বেশ কিছু হুঁশিয়ারি দেয়া হয়েছে পাকিস্তানের বিপক্ষে। ওই হামলায় ভারতের কমপক্ষে ৪৪ সেনা সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দেশ। গুপ্তচর ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার থেকে শুরু হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার এই আইনি লড়াই।

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তানে ২০১৬ সালের মার্চে গ্রেফতার হন ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদব। ২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত তাকে ‘গুপ্তচরবৃত্তি, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড দেন।

তবে ভারতের দাবি, যাদব গুপ্তচর নন। তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে নয়াদিল্লি যাদবকে দেওয়া দণ্ড বাতিলের আবেদন জানিয়েছে। আর এই আবেদনের আইনি লড়াই শুরু হচ্ছে আগামীকাল সোমবার।

ভারতের অভিযোগ, ইসলামাবাদ ভিয়েনা সনদ তো লঙ্ঘন করেছেই, একই সঙ্গে মানবাধিকারও লঙ্ঘন করেছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিরোধ মেটাতে আইসিজে গঠন করা হয়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস