সাতক্ষীরা

সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু

By Daily Satkhira

February 11, 2017

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা অধিক্ষেত্রের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন,  মুক্তিযোদ্ধারা  জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এ ঋণ জাতি কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবে না। সরকার মুক্তিযোদ্ধাদের সন্মানীভাতা বৃদ্ধি করেছে। সঠিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধা তালিকা প্রস্তুত করা হবে। বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন বহির্বিশ্বের কাছে হাত পাতেনা। নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে দেশ। দেশের দারিদ্রতার হার কমেছে। দেশের এ উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে পারবে না। দেশের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে বহু-কাক্সিক্ষত পদ্মাসেতু। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া গরিব, দুঃখী ও ভিক্ষকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা কমিয়ে এনেছেন। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জমা পড়েছে ১ শ’ ৫৯ টি এবং সরাসরি আবেদন জমা পড়েছে ৩১টি। প্রথমদিনে পৌরসভা ও সদরের ৫টি ইউনিয়নের জমাকৃত তালিকা যাচাই-বাছাই করা হয়। ১১ ফেব্রুয়ারি শনিবার পৌরসভা, ১নং বাঁশদহা ইউনিয়ন, ২নং কুশখালী ইউনিয়ন, ৩ নং বৈকারী ইউনিয়ন, ৪নং ঘোনা ইউনিয়ন ও ৫নং শিবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁছাই অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য প্রফেসর ড. মো. আব্দুল বারী, জেলা কমান্ডারের প্রতিনিধি সদস্য আমির হোসেন জোয়ার্দ্দার, সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, মুবিম এর প্রতিনিধি জেলা ডেপুটি কমান্ডার মো. আবু বক্কর সিদ্দিক ও জামুকা প্রতিনিধি সদস্য আব্দুল গফুরসহ কমিটির নেতৃবৃন্দ।