কালিগঞ্জ

কালিগঞ্জে স্কুলছাত্র নিহতের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

By Daily Satkhira

February 11, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে বালুবাহি ট্রলির চাপায় শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে কালিগঞ্জ-বাঁশতলা বাজার সড়কের খেজুরতলা মাছের সেট এলাকায় পিষ্ট হয়ে আব্দুল গফফার নামে (১২) ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল গফফার উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আফছার আলীর ছেলে এবং কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনার বিচার চেয়ে উপজেলার সব কয়টি  সড়কে ঘাতক অবৈধ যানবাহন বন্ধের দাবিতে কালো ব্যাজ ধারণ করে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে আব্দুল গফফার বাই-সাইকেলযোগে স্কুলে আসছিল। এসময় শ্রীপুর বাজার অভিমুখে যাওয়া একটি বালুবাহী ট্রলির (ডাম্পার) চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রলিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাম্পারটির মালিক কালিগঞ্জের পিরোজপুরের হাজী মতিউর রহমান ওরফে ভাটা মতি। এদিকে শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষণিক ভাবে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ কাল ব্যাজ ধারণ করে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বরে যেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানের কাছে সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন। প্রধান শিক্ষক ওয়াজেদ আলী বলেন, প্রথমে ট্রলির সাথে ধাক্কা লেগে পড়ে যেয়ে আব্দুল গফফার আহত হয়। পরবর্তীতে ট্রলির চালক ইচ্ছাকৃত ভাবে পিষ্ট করে তাকে মেরে ফেলেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পেরেছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসান শোক প্রকাশ করে বলেন, প্রতিটি দুর্ঘটনাই বেদনাদায়ক। মহামান্য হাইকোর্ট সড়কে অবৈধ যানবাহন বন্ধে আদেশ দিয়েছেন। এব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।