সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মালামাল জব্দ

By Daily Satkhira

February 18, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ লাখ ৪৪ হাজার ৬’শ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে। সোমবার ভোরে কাকডাঙ্গা, ভোমরা, মাদরা, বৈকারী, খড়িডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে উক্ত মালামাল গুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি ৩ গাইড, বাংলাদেশী সুপারী ৪০ কেজি, ভারতীয় চাপাতা ২ বস্তা ২০ কেজি ও একটি বাইসাইকেল। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ টাকা মূল্যের ৩ গাইড ভাতীয় মূল্যবান শাড়ি জব্দ করে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা, মাদরা, বৈকারী, খড়িডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে স্ব-স্ব বিওপির বিজিবি সদস্য অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চাপাতা ২ বস্তা ২০ কেজি, বাংলাদেশী সুপারী ৪০ কেজি ও একটি বাইসাইকেল জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৩ লাখ ৪৪ হাজার ৬’শ টাকা বলে বিজিবি আরো জানায়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।