দেবহাটা

দেবহাটায় কলেজে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মতবিনিময়

By Daily Satkhira

February 18, 2019

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার সখিপুরস্থ হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে সোমবার সকাল ১১ টায় নাশকতা, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও মাদক বিরোধী সহ সকল প্রকারের অসামাজিক কার্য্যকলাপের বিরুদ্ধে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা মতবিনিময় করেছেন। উক্ত মহিলা কলেজের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবির, সহকারী অধ্যাপক আব্দুল গফফার, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, থানার এসআই মামুনুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, পিএসআই লিটন কুমার সাহা, প্রভাষক আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ। ওসি বিপ্লব কুমার সাহা এসময় সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধ সহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের পাশাপাশি সকল অন্যায় দূর করতে দৃড় প্রতিজ্ঞ। গত ২দিন আগে দেবহাটা থানায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক মামলার উল্লেখ করে ওসি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। যাদের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয়, যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।