ফিচার

সাতক্ষীরার গৃহবধু আঁখি হত্যায় শ্বশুর ও স্বামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

By Daily Satkhira

February 19, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরের গৃহবধু আঁখি বোসকে হত্যার ঘটনায় শ্বশুর এস.কে বোস ও স্বামী অরুপ বোসকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে সাতক্ষীরার আমলি আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস.আই হাসানুজ্জামান জানান, সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরের গৃহবধু আঁখি বোসকে হত্যার ঘটনায় এ মামলার অন্যতম আসামী শ্বশুর এস.কে বোস, স্বামী অরুপ বোস ও শ্বাশুড়ি আশোকা বোসকে আজ আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। সাতক্ষীরা আমলি আদালত-১ এর বিচারক রিমান্ড শুনানি শেষে আসামী এস.কে বোস ও অরুপ বোসকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামী শ্বাশুড়ি অশোকা বোসকে রিমান্ড না মঞ্জুর করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে শ^শুর বাড়ির একটি কক্ষ থেকে নিহত গৃহবধু আখিঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আঁখিকে হত্যার পর তার গালে কীটনাশক ঢেলে দিয়ে এবং গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নিহত গৃহবধুর শ্বশুর এস.কে বোস, স্বামী অরুপ ও শ্বাশুড়ি অশোকা বোস।