পাটকেলঘাটা প্রতিনিধি: তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে… কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে এ উদ্বোধনী সংগীতের মাধ্যমে রাধা-মণি স্মৃতি পাঠগার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়। শনিবার বেলা ১১ টায় ফিতা কেটে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মাদ মহিউদ্দীন। এ উপলক্ষে আলোচনা সভা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মাদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা লিটন হোসেন, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নেসার আলী, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, বিদ্যালয় অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, প্রকৌশলী অসীম কুমার ভট্টাচার্য, হাসান হোসেন বাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নব কুমার পাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বই মানুষের মনের খোরাক জোগায়। তাই মনকে পরিতৃপ্ত রাখতে জ্ঞান অণে¦^ষনের কোন বিকল্প নেই। আমাদের সকলের উচিত এলাকায় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার নির্মাণ করা। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, বেশি বেশি করে বই পড়তে হবে, শুধু এ+ পেলেই হবে না, শিক্ষার গুণগত মান অর্জন করতে হবে। তোমরা যত বেশি শিক্ষিত হবে এ দেশ তত এগিয়ে যাবে। তিনি বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। এছাড়া পাটকেলঘাটাকে তিনি উপজেলার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বলে জানান।