প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় রুপান্তরের সহযোহিতায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নে জেলা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে উগ্রপন্থা প্রতিরোধে কর্মসূচি বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ বিষয়ক এক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এম, এম মোস্তফা কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রকল্পটি অবশ্যই যুগোপযোগী। উগ্রবাদ দমনে আমরা সকলেই রাষ্ট্রের সাথে একত্রিত হয়ে কাজ করলে আমাদের সমাজ ও রাষ্ট্র থেকে জঙ্গিবাদ, উগ্রবাদ নির্মূল করা সম্ভব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, ইসলামীক ফাউন্ডেশন, সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক দেবাশিষ সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, প্রমুখ। সাংবাদিকবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সুশীল সামাজের প্রতিনিধি, ইমাম, কলেজ ও হাইস্কুলের প্রধানগণের উপস্থিতিতে আঞ্চলিক সংলাপটি অনুষ্ঠিত হয়। এই আঞ্চলিক সংলাপে বিগত তিন বছরের অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন পিস কনসোর্টিয়ামে প্রকল্পের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। আঞ্চলিক সংলাপে উপস্থিতি সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।