সাতক্ষীরা

সাতক্ষীরায় রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ

By daily satkhira

February 20, 2019

নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদানের এই চেক বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিতরন করা হয়। সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার আয়োজনে ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত চেক বিতরন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশিদ প্রমুখ। এসময় প্রধান অতিথি এমপি রবি বলেন, দেশের কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। সে জন্য বর্তমান প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমাজের হতদরিদ্র ও অসুস্থ্য মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন। এজন্য তিনি এ সময় সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। উক্ত অনুষ্ঠান থেকে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হদরোগে আক্রান্ত ৫৪ জন রুগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৭ লাখ টাকার বিশেষ অনুদানের চেক এবং ১শ’ ২ জনকে ৩ লাখ ১৭ হাজার টাকার ব্যক্তি অনুদানের চেক বিতরণ করা হয়।