সাতক্ষীরা

২১ ফেব্র“য়ারি উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে বিভিন্ন প্রতিযোগিতা

By daily satkhira

February 20, 2019

প্রেস বিজ্ঞপ্তি : আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সামাদ, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক আব্দুল জলিল, নির্বাহি সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় বলেন, মাতৃভাষা দেশ, মাটি ও মায়ের কথা বলে। বাঙালীই একমাত্র জাতি যারা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় আতœত্যাগ করেছেন। এই আতœত্যাগের মাধ্যমে অর্জিত বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সচেষ্ট হতে হবে। আর তাই শুদ্ধভাবে লিখতে ও বলতে শিখে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।