প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজের শহীদ মিনারের ভিত্তি প্রস্তুর স্থাপন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় স্কুল ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শহীদ মিনার স্থাপন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ সাফী আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, বিদ্যুৎসাহী সদস্য শেখ নুরুল হক, পরিচালনা কমিটির সদস্য শেখ আলাউদ্দীন, শেখ আশরাফুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, মোশারফ হোসেন, আশরাফুল হক, রেহেনাজ পারভীন, সৈয়দ মঈনূল আকবর। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওঃ মোঃ সাইফুদ্দীন। উল্লেখ্য, স্বাধীনতার পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ সাফী আহমেদ নিজস্ব অর্থায়নে উক্ত শহীদ মিনার স্থাপনের কাজ শুরু করেছেন। ২১ শে ফেব্র“য়ারী সকাল ৮ থেকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দেওয়া শুরু করবে।