দেবহাটা

দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নামে অপপ্রচারের প্রতিবাদে সভা

By daily satkhira

February 20, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে বাপ্পার নামে ফেসবুকে ভুয়া ও বানোয়াট স্ট্যাটাস দেওয়ার বিরুদ্ধে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালায়ে বুধবার সন্ধ্যা ৭টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্য্যনির্বাহী সদস্য মোমিনুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য এমএ মামুন, কার্য্যনির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, কার্য্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, কার্য্যনির্বাহী সদস্য জিএম আব্বাস উদ্দীন, কার্য্যনির্বাহী সদস্য মোসলেম আলী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নামে প্রতিবন্ধী, মাদকসেবী, চিহ্নিত চাঁদাবাজ কর্তৃক ফেসবুকে ভুয়া, বানোয়াট উদ্দেশ্য মূলক স্ট্যাটাস দিয়ে সম্মান নষ্টের অপচেষ্টা ও পাশাপাশি প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া এমন ভিত্তিহীন ও কাল্পনিক স্ট্যাটাস দেওয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া এধরনের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন প্রেসক্লাব নের্তৃবৃন্দরা।