মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’১৯ পালিত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২.০১মিনিটে আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, আশাশুনি থানার অফিসার ইনচাার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে থানা পুলিশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাস্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠন, সভাপতি এস এম আহসান হাবিবের নেতৃত্বে আশাশুনি প্রেসক্লাব, সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং কোষাদক্ষ মইনুল ইসলামের সার্বিক তত্তাবধানে আশাশুনি রিপোর্টার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।