সাতক্ষীরা

ভাষা দিবসে নিউইয়র্কে ডাঃ রুহুল হক এমপির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

By daily satkhira

February 21, 2019

ডেস্ক রিপোর্ট : মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আমেরিকান সময় সকাল ৯টার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মাসুদ মোমিন। আলোচনাসভায় বক্তব্য রাখেন ডা: রুহুল হক এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ৮ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। ডা: রুহুুল হক এমপি বক্তব্যের শুরুতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেন ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এর আগে তীব্র তুষারপাতের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একুশের প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মরণে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। উল্লেখ্য,নিউইয়র্কে অনুষ “Parliamentary Hearing at the United Nations”  এর সম্মেলনে যোগ দিতে ডা: আ ফ ম রুহুল হক এমপি’র নেতৃত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। ২১-২ ২ ফেব্র“য়ারি ২০১৯, আইপিইউ এবং জাতিসংঘের যৌথ উদ্যোগ্যে নিউইয়র্কে অনুষ্ঠেয় “Parliamentary Hearing at the United Nations”  এর সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র নেতৃত্বে ৮ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন,শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আফছারুল আমিন এমপি,আবু জাহির এমপি,বেনজির আহমদ এমপি,আবদুস সোবহান মিয়া এমপি,আহসান আদেলুর রহমান এমপি,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড.জাফর আহমেদ খান ও তাঁর একান্ত সচিব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।