খেলা

আবারও বাংলাদেশের টেস্ট দলে সাতক্ষীরার সৌম্য সরকার

By Daily Satkhira

February 21, 2019

খেলার খবর: আবারও বাংলাদেশের টেস্ট দলে জায়গা পেলেন সাতক্ষীরার সৌম্য সরকার। ওয়ানডে খেলেই নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার কথা ছিল সৌম্য সরকারের। কিন্তু নির্বাচকরা রেখে দিলো তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেলেন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান।

প্রায় দুই বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে ক্যারিয়ারসেরা পারফর্ম করেন সৌম্য। কিন্তু সবশেষ ১০ ইনিংসে নেই একটিও ফিফটি। তারপরও টেস্ট দলে জায়গা খুঁজে পেলেন তিনি।

সাকিব আল হাসান চোট নিয়ে খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। টেস্টেও তাকে নিয়ে রয়েছে শঙ্কা। এমন অনিশ্চয়তার দোলাচলে সৌম্যকে টেস্ট দলে জায়গা করে দিলেন নির্বাচকরা।

২০১৭ সালের জুলাইয়ে ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে ৮৬ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ইমরুল কায়েসের ইনজুরিতে জায়গা পেয়ে দেখান ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স।

এবার সাকিবের চোটে সুযোগ পেতে যাচ্ছেন সৌম্য। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নভেম্বরের টেস্ট সিরিজে তিন ইনিংস খেলে করেন ০, ১১ ও ১৯ রান।

বাংলাদেশের টেস্ট দল থেকে চোটে ছিটকে যান তাসকিন আহমেদ। তার স্থলাভিষিক্ত করা হয় পেসার এবাদত হোসেনকে।

আগামী ২৮ মার্চ হ্যামিলটনে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে শনিবার লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টেস্ট দল: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক।