পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সারা দেশের ন্যায় নুরনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পালিত হয়েছে মহান ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফ্রেব্রুয়ারী বাংলা ভাষাকে পূর্ব পাকিস্থানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করেছিল বাঙালিরা। সেই আন্দোলনে পাক সেনাদের গুলিতে শহিদ হয়েছিল অনেকেই। এই ঐতিহাসিক ঘটনার জন্য২১শে ফ্রেব্রুয়ারী বর্তমানে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিষয়টা সকল বাঙালির কাছে অনেক গর্বের। এই দিনটির শুরুতেই নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। নুরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানানো হয় এবং একযোগে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে র্যালী বের করা হয়। এছাড়া নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ও নুরনগর ইউনিয়ন আ”লীগের সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবুর উপস্তিতিতে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের নিয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী শেষে একটি র্যালী বের করা হয়। নুরনগর লিটলষ্টার কির্ন্ডার গার্টেন ও মর্ডান কির্ন্ডার গার্টেন এর শিক্ষার্থীদের নিয়ে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে। অন্যদিকে নুরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ,নুরনগর ইউনিয়ন আ”লীগের পক্ষ থেকে সভাপতি জি এম হাবিবুর রহমান হবি সহ আ”লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহিদ স্মরনে শহিদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন।