নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিবাড়িয়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যুগিবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কবিরুল ইসলাম (৩৪) গোপাল পোদ্দারের ছেলে সুমন কুমার পোদ্দার (২৩) ও মুরারীকাটি গ্রামের আজিজ মোল্যার ছেলে আশরাফুজ্জামান (৩৯)। কলারোয়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামের গোপী মন্ডলের মাছের ঘেরের পরিত্যাক্ত টোঙঘরে অভিযান চালিয়ে একটি সচল ওয়ানগান শুটারগানসহ উক্ত তিন সন্ত্রাসীকে আটক করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা (নং-১৩) দায়ের করেছে। তিনি আরো জানান, আটক সন্ত্রাসীদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।