সাতক্ষীরা

উত্তর পলাশপোল এলাকায় ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন

By daily satkhira

February 12, 2017

নিজস্ব প্রতিবেদক : পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর পলাশপোল পূজা মণ্ডপ এলাকায় ড্রেন ও ক্যালভাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর পলাশপোল পূজা মণ্ডপ এলাকায় পৌরসভার এ উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, তরুণ কান্তি সানা, নারায়ন চন্দ্র দাস, আক্তার হোসেন, রেজাউল ইসলাম ও ঠিকাদার মো. নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কামালের বাড়ি হতে খালেকের বাড়ি পর্যন্ত ৯০ মিটার ড্রেন ও সাড়ে ৬ মিটার কালভার্ট ১ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে এ উন্নয়ন কাজ করা হচ্ছে।