এম.এ হোসাইন : ঝাউডাঙ্গায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে পঙ্কজ সাহিত্য মজলিস, ঝাউডাঙ্গা’র উদ্যোগে আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা গণকেন্দ্র পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও পঙ্কজ সাহিত্য মজলিস’র সভাপতি প্রফেসর মুহাম্মদ আবদুর রহীম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন, বিশিষ্ট কথা সাহিত্যিক কামরুল বসির। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতারের কবি ও নাট্যকর ডা. মো. সামছুজ্জামান, মাধবকাটি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কথাশিল্পী মো. আমিনুল ইসলাম, মাধবকাটি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি জি.এম আবুল হোসাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পঙ্কজ সাহিত্য মজলিসের সাধারণ সম্পাদক আসমত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. ফজলুল কবির, তরুণ কবি মো. মাগফুর রহমান, মানোয়ারুল বসির, অহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঙ্কজ সাহিত্য মজলিসের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বদরুজ্জামান হাছান।