দেবহাটা ব্যুরো ॥ বর্তমান সরকার যখন দেশের কল্যানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সারা দেশের বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেবহাটার আছিয়া বেগম নামের এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে গাছ কেটে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করার। জানা যায়, দেবহাটা উপজেলা পরিষদের পূর্ব দিকে নার্সারীর পাশের্^ অবস্থিত সরকারি রাস্তার পাশের আম, নারিকেল, মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে রাস্তার প্রায় অর্ধেক অংশ জুড়ে পোল্ট্রির ফার্ম তৈরি করছে দেবহাটা সদরের আলমগীর হোসেন রাজিবের মাতা আছিয়া বেগম। কয়েক শত পরিবারের যাতায়াতের সরকারি রাস্তাটি বন্ধ করার বিষয়ে বিভিন্ন মাধ্যমে আছিয়া বেগমকে নিষেধ করলেও তিনি কোন কিছু তোয়াক্কা না করে দেদারছে চালিয়ে যাচ্ছে পোল্ট্রি ফার্ম তৈরির কাজ বলে অভিযোগ এলাকাবাসীর। গতকাল সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়ার্টারের পাশে উপজেলা পরিষদের সীমানার পাশে স্থানীয় এলাকাবাসীর চলাচলের জন্য দীর্ঘদিন ধরে চলে আসা রাস্তাটির সীমানা বরাবর আছিয়া বেগম পোল্ট্রি ঘর নির্মান করছেন। রাস্তাটির পাশে এধরনের কাজ না করার জন্য এলাকাবাসী নিষেধ করলে আছিয়া বেগম তাদের কথায কর্নপাত না করে কাজ অব্যাহত রেখেছেন। আছিয়া বেগম জানান, রাস্তাটি সরকারি হলেও খুব একটা লোকজন চলাচল করে না। তাছাড়া আমি শুধুমাত্র পোল্ট্রি ঘর তৈরি করছি। ভবিষ্যতে কখনো পাঁকা ঘর তৈরি করলে সরিয়ে নিয়ে আসবো।
a