প্রেস বিজ্ঞপ্তি : ইউনিয়ন পরিষদ সচিবদের ৩দফা দাবি আদায়ের লক্ষ্যে অনশন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসুচি পালন করেন ইউপি সচিবগণ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার দে, ইউপি সচিব আব্দুল জলিল, নারায়ন চন্দ্র অধিকারী, আব্দুল আজিজ, মতিউর রহমান, আমিনুর রশিদ, আঃ রাজ্জাক, গোলাম রব্বানী, শেখ আমিনুর, রাশ বিহারী রায়, মোঃ তৈয়বুর রহমান, খালিদ হাসান খান, আমিনুর রশিদ সহ জেলার ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। অনশনকারী সচিবদের দাবি সমূহ হলো ১.ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান ২. বেতন, ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ৩. ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান। এছাড়াও আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কালো ব্যাচ ধারণ এবং দাবি আদায় না হলে আগামী ২রা এপ্রিল ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারে আমরণ অনশন পালন করবে নেতৃবৃন্দ।