ফিচার

ছাত্রদলের ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

By Daily Satkhira

February 24, 2019

রাজীতির খবর: ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

দাবিগুলো হলো- হলের বাইরে ভোটকেন্দ্রগুলো একাডেমিক ভবনে স্থানান্তর করা, ভোটার ও প্রার্থী হওয়ার জন্য ৩০ বছরের বয়সসীমা বাতিল করা, নির্বাচনের প্রচারণার জন্য সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সব প্রতিবন্ধকতা দূর করা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ডাকসু নির্বাচনের জন্য পরিচালনা ও উপদেষ্টাসহ সব কমিটি পুনর্গঠন করা, ডাকসুর গঠনতন্ত্রের ৫ (এ) এবং ৮ (এম) ধারা সংশোধন করা ও ক্যাম্পাসে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।

জানা গেছে, এসব দাবিতে আজ রবিবার দুপুরে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে। এ সময় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ডাকসু ও হল সংসদ নির্বাচনের কেন্দ্র হলের বাইরে করার দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও করেছিল প্রগতিশীল ছাত্রজোট।

উল্লেখ্য, ১৯৯০ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৮ বছর পর আগামী ১১ মার্চ ফের এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করছে ছাত্রলীগ, ছাত্রদলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীয়াশীল সব সংগঠন। তবে নির্বাচনে প্যানেল দেবে বলে জানালেও হলের বাইরে ভোটগ্রহণসহ ৭ দফা দাবি জানিয়ে আসছে ছাত্রদল।