অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজকে জিম্মি করে রেখেছে একজন অস্ত্রধারী। উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলো।
খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিজি-১৪৭ ফ্লাইটটিকে ঘিরে রেখেছে। ডাকা হয়েছে ফায়ার সার্ভিসকে।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই উড়োজাহাজ থেকে পাইলটসহ যাত্রীরা নেমে যেতে পারলেও একজন যাত্রী এবং একজন কেবিন ক্রুকে জিম্মি করা হয়েছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন।
বুকে বোমা বাঁধা আছে দাবি করে ওই অস্ত্রধারী সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ দাবি করেছে। দুবাইগামী বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছার পর অস্ত্রধারী একজন কেবিন ক্রুকে জিম্মি করে।
এরই মধ্যে শাহ আমানত বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ভেতরে প্রবেশ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়িকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, ‘এরই মধ্যে উড়োজাহাজটি থেকে প্রায় সব যাত্রী ক্রুদের নামিয়ে আনা হয়েছে। একজন যাত্রী ও ক্রু রয়েছে ভেতরে।’
‘‘সন্দেহভাজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’’