বিদেশের খবর: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর হামলায় তিনশ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত সরকার।
আজ মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে জঙ্গি আস্তানায় ওই হামলা চালায়।
এদিকে ভারতীয় বিমানবাহিনীর নিয়ন্ত্রণরেখা অতিক্রমের কথা স্বীকার করলেও হামলায় হতাহতের কথা স্বীকার করেনি পাকিস্তান।
দেশটির সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী মুজাফফারাবাদে অনুপ্রবেশ করেছিল। কিন্তু পাকিস্তান বিমানবাহিনী তৎক্ষণাৎ কার্যকর ভূমিকা পালন করে তাদের প্রতিহত করে ফিরিয়ে দিয়েছে।’ এ সময় ভারতের একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, হামলার পরপরই আজ সকালে জরুরি এক বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ শীর্ষ কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ভারতীয় বিমানবাহিনীর লাইন অব কন্ট্রোল অতিক্রমের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠক তলব করেছেন।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার দুই সপ্তাহের মাথায় অভিযুক্ত জইশ-ই-মোহাম্মদের আস্তানায় এ হামলা চালালো ভারতীয় বিমানবাহিনী।