সাতক্ষীরা

সাতক্ষীরা বিআরডিবি/ইউসিসিএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

By daily satkhira

February 26, 2019

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ গ্রামের এই কৃষকরা। দেশের মা-মাটি মানুষের সাথে নিবিড় ভাবে জড়িত। গ্রামীণ এই গরিব কৃষকরা সাতক্ষীরা বিআরডিবি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর আওতাধীন প্রত্যেক গ্রামের কৃষক সমবায় সমিতি গঠন করে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে সমবায়ীরা মানব সম্পদে পরিণত হতে পারে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে ইউসিসিএ’র ৩৬ তম বার্ষিক সাধারণ সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় সহজশর্তে বিআরডিবি’র মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে। বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা সদর বিআরডিবি/ইউসিসিএ’র চেয়ারম্যান সোহেল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুর রহমান, রামপ্রসাদ ঢালী, সাতক্ষীরা সদর বিআরডিবি’র এ আরডিও (ইরোসপো) মৃদুল সরকার, এআরডিও আল-আমিন প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম, বড়দল কৃষক সমবায় সমিতির ম্যানেজার এনামুল হক(খোকন) প্রমুখ। অনুষ্ঠানে ২০১৮-১৯ সালের বাজেট পাশসহ ক্রমিক নং- ১ হইতে ৯নং পর্যন্ত আলোচ্যসূচী সর্ব সম্মতভাবে অনুমোদিত হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিকাল সাতক্ষীরা ইউসিসিএ’র ৩জন কর্মচারীকে অবসর জনিত কারণ বেদনা বিধুর পরিবেশে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। বিদায়ীরা হলেন আবু ছালেক হিসাব সহকারি, শফিকুল ইসলাম (প্রধান পরিদর্শক) ও শিখারাণী দাশ।