সেলিম হায়দার : তালায় সাতক্ষীরার নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তালা ডাকবাংলো চত্বরে জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সকল চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়। জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত। আপনাদের শ্রদ্ধা ও ভালবাসা আমাকে ঋণী করেছে তাই তালা বাসীর ভালবাসার মর্যাদা আমি রাখবো। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন। সাবেক তালা উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইকবল হোসেন’র পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানা কর্মকর্তা(ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, খলিলনগর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু, মাগুরা ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, আ’লীগের নেতা আবুল কালাম আজাদ,শাহিনুর রহমান,রফিকুল ইসলাম,আফতাব উদ্দিন সোনা,আব্দুর রব প্রমুখ। এরপুর্বে প্রধান অতিথি তালা ডাকবাংলায় তালা কলারোয়ার সাবেক প্রয়াত সংসদ সদস্য সৈয়দ কামাল বখত ছাকীর নামফলক উম্মোচন করেন। এ সময় সংবর্ধিত অতিথিকে জেলা পরিষদের সদস্য ও তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা পরিষদের পক্ষ থেকে ঘোষ সনৎ কুমার, তালা বাজার বণিক সমিতি, তালা মহিলা ডিগ্রী কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, শালিখা কলেজ, তালা আলিয়া ফাজিল মাদ্রাসা, তালা থানা, রিপোটার্স ক্লাব, সদর প্রেস ক্লাব, প্রেস ক্লাব, তালা উপজেলা ছাত্রলীগ, শিবপুর পালপাড়া পুজা মন্দির, তালা বাজার মন্দির, তালা কমপ্লেক্স মন্দির, তালা হাসপাতাল ৪র্থ শ্রেনী কর্মচারী সংগঠন, খলিলনগর ইউপি পরিষদ, ইসলামকাটী ইউপি পরিষদ, তালা উপজেলা কৃষকলীগ, তালা মডেল হাইস্কুল, ইমারত শ্রমীক ইউনিয়ন, পল্লী উন্নয়ন সংঘ সহ একাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।