বিদেশের খবর: ভারতের গোলাবর্ষণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কোটলি, ভিম্বার ও পুঞ্চ জেলায় এ হামলা চালানো হয়েছে।
এর আগে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতীয় বিমান বাহিনী ১২টি মিরাজ-২০০০ ফাইটার নিয়ে পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের আস্তানায় অভিযান চালায়।
নয়াদিল্লির দাবি, এ অভিযান চলাকালে বিমান থেকে ১ হাজার কেজি বোমা বর্ষণ করে জইশ-ই-মোহাম্মদের বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তবে এ হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।
এদিকে পাকিস্তানে একের পর এক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)।