সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণী

By daily satkhira

February 27, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০১৯ সমাপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কমিটির আহবায়ক ডাঃহরষিত চক্রবর্তী, ক্রীড়া কমিটির আহবায়ক ডাঃ গাজী নাসির, একাডেমিক কোওর্ডিনেটর ডাঃ এএইচএসএম কামরুজ্জামান, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃশংকর প্রসাদ বিশ্বাস, শিশু মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃখান গোলাম মোস্তফা,ডাঃশামসুর রহমান,মেডিসিন বিভাগের প্রধান ডাঃকাজী আরিফ আহমেদ,ডাঃ সুনীল কৃষ্ণ বল,ডাঃ আমানুল ইসলাম,ডাঃ মাকসুদুল আনাম,ডাঃমেজবাহুল ইসলাম ডাঃ মোরশেদুল হক সহ উপস্থিত শিক্ষকবৃন্দ। এসময় সকল স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও সকল বর্ষের ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত ১২-০২-২০১৯ তারিখ থেকে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অধ্যক্ষ বলেন, মেডিকেলের কঠিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও মেধার বিকাশ ঘটানো সময়ের দাবী।সুস্থ দেহ ও মন ব্যতীত পরিপুর্ণ চিকিৎসক ও আদর্শ মানুষ হওয়া সম্ভব নয়। সার্বিক অনুষ্ঠান টি ডিজিটাল উপস্থাপন করেন ডাঃ জাহিদুল ইসলাম,ও ডাঃ নাজমুস সাকিব। পড়াশোনা,আচার ব্যবহার, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের জন্য বেস্ট স্টুডেন্ট অব এসএমসি নির্বাচিত হয়েছে চতুর্থ বর্ষের কৃতি ছাত্র আলবী খান।এছাড়া সমগ্র অনুষ্ঠান আয়োজনে অসামান্য অবদানের জন্য বেস্ট অর্গানাইজার অব এসএমসি নির্বাচিত হয়েছে সামেক ছাত্রলীগের সভাপতি ও ৫ম বর্ষের কৃতি ছাত্র আজমল হোসেন।