মাহফিজুল ইসলাম আককাজ : সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের চালতেতলা ক্যাথলিক মিশন মাঠে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের পরিচালক হেনরী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, এই কোমলমতি শিশুরা হচ্ছে কাদার দলা। এই বয়সে এদেরকে যেভাবে ইচ্ছা-খুশি তৈরী করা সম্ভব। এই কোমলমতি শিশুরাই একদিন হবে দেশ গড়ার কারিগর ও দেশের কর্ণধর। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনজেলিকা সরদার, মো. মনির উদ্দিন, মো. রাশিদুজ্জামান ও মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যানিকেতনের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।