জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা রেডকার্ড টিমের পরিকল্পনা ও বাস্তবায়নে ব্রেকিং দ্য সাইলেন্স’র কারিগরি সহায়তায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষনা করা হয়েছে। শিক্ষায় প্রথম- বাল্যবিবাহকে লালকার্ড, ‘নিশ্চিত করবো সকল শিশুর শিক্ষার সুযোগ, সকলে মিলে গড়বো মোরা বাল্য বিবাহমুক্ত সাতক্ষীরা সদর এই স্লোগানে সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ সমাজের এক ব্যাধী। সকলে মিলে এই ব্যাধী দূর করতে হবে। সমাজকে বাল্যবিবাহ মুক্ত করে শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি এবিষয়ে সকলকে সচেতন হওয়ার আহব্বান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আরিফুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মুজিদ প্রমুখ। এছাড়া সদরের ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধি, সচিব, বিবাহ রেজিস্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পাওয়া ১২ জন শিশু শিক্ষার্থীকে প্রত্যকের ৫ হাজার টাকা ও ১ শত ৫ জনকে ৩ হাজার
টাকা হারে এককালীন উপবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের উপর একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বাপসা’র সাধারণ সম্পাদক ও ভোমরা ইউপি সচিব কাঞ্চন কুমার দে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ সহ অতিথিবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে “বাল্যবিবাহমুক্ত সাতক্ষীরা সদর উপজেলা”র আনুষ্ঠানিক ঘোষণা দেন।