সাতক্ষীরা

শহরের রসুলপুরে ইভটিজিং এর অপরাধে বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড

By Daily Satkhira

February 13, 2017

নিজস্ব প্রতিবেদক: ইভটিজিংয়ের অপরাধে আকাশ (২২) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, সোমবার দুপুরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে একই গ্রামের মো. আব্দুল করিম খানের ছেলে মো. আকাশ (২২) স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীতাহানীর চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে বিদ্যালয় কর্তৃপক্ষ বখাটে আকাশকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) বাংলাদেশ দ-বিধি ৫০৯ ধারার অপরাধ দোষী সাবস্ত করে বাখাটে যুবক আকাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় আকাশকে ৫০৯ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। আসুন আমরা সবাই মিলে ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াই। এধরনের অভিযোগ পেলে ইভটিজিং প্রতিরোধ করতে এবং ইভটিজিংকারীদের বিচারের আওতায় তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা চাই সাতক্ষীরা সদর উপজেলায় আর কখনো এ ধরণের ঘটনা ঘটবে না। এ ব্যাপারে পরিবার থেকেই উপযুক্ত শিক্ষা দিতে হবে, পরিবর্তন করতে হবে নেতিবাচক মানসিকতা।