জাতীয়

আমাদের গর্ব ও গৌরবের রক্তস্নাত মাস মার্চ মাস শুরু

By Daily Satkhira

March 01, 2019

দেশের খবর: গৌরব আর গর্বের রক্তস্নাত মাস মার্চ। মুক্তিকামী বাঙালীর স্বাধীনতা ঘোষিত হয়েছিলো এ মাসেই। বঙ্গবন্ধুর ডাকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিলো মাতৃভূমিকে মুক্তির যুদ্ধে।

অনেক লড়াই সংগ্রামের পর ৭০ এর নির্বাচন। নিরঙ্কুশ বিজয়ের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তখনও ক্ষমতা হস্তান্তর করেনি পাকিস্তানের সামরিক জান্তা। ৭১ এর ৩ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিলো। কিন্তু মার্চের প্রথম দিন দুপুর ১টায় হঠাৎই বেতার ভাষণে ইয়াহিয়া খান অধিবেশন স্থগিত করে দেন। প্রতিবাদে গর্জে ওঠে পুরো জাতি।

ইয়াহিয়া খানের ভাষণের আগেই হোটেল পূর্বাণীতে জরুরি বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের গণপরিষদ সদস্যরা। অধিবেশন স্থগিত হয়ে গেলে ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ২ মার্চ ঢাকায়, ৩ মার্চ সারা দেশে হরতাল। আর ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভা। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু জানান, রেসকোর্স ময়দানেই দেয়া হবে পূর্ণাঙ্গ কর্মসূচি।

মার্চ মাসের রক্তিম সূর্যের উদয় হয়েছিলো একটি নতুন দেশের বারতা নিয়ে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আসে সেই স্বাধীনতা।