আশাশুনি

আশাশুনির কোদন্ডায় নামযজ্ঞ অনুষ্ঠিত

By daily satkhira

March 01, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরের কোদন্ডা দক্ষিণ পাড়া ও উত্তর সবদালপুর নামযজ্ঞ কমিটির আয়োজনে ৪ দিনের নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে। শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস ও ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অহোরাত্র অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। তালার পাগলাভোলা সম্প্রদায়, খুলনার দেবমন্দির সম্প্রদায়, খুলনার শচীমাতা সম্প্রদায়, যশোরের আদি গৌরাঙ্গ সম্প্রদায়, ডুমুরিয়ার স্বর্গসুধা সম্প্রদায় ও সাতক্ষীরার রাখালরাজা সম্প্রদায় মহানামামৃত পরিবেশন করেন। ২ ফেব্রুয়ারি প্রভাতে নামসমাপন, কুঞ্জভঙ্গ, নগরপরিক্রমা, মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।