রাজনীতির খবর: উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। দল ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকালে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
চতুর্থ ধাপে চূড়ান্ত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের এ তালিকায় রয়েছেন:
যশোর যশোর সদর – মো. শাহীন চাকলাদার ঝিকরগাছা – মোহাম্মদ আলী চৌগাছা – মো. মোস্তানিছুর রহমান বাঘারপাড়া – মো. হাসান আলী অভয়নগর – শাহ ফরিদ জাহাঙ্গীর মনিরামপুর – নাজমা খানম কেশবপুর – এইচ,এম,আমির হোসেন শার্শা – সিরাজুল হক
খুলনা রুপসা – মো. কামাল উদ্দীন তেরখাদা – মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু দিঘলিয়া – খান নজরুল ইসলাম বটিয়াঘাটা – মো. আশরাফুল আলম খান দাকোপ – এস. এম. আবুল হোসেন পাইকগাছা – গাজী মোহাম্মদ আলী কয়রা – জি এম মোহসিন রেজা ডুমুরিয়া – মো. মোস্তফা সরোয়ার ফুলতলা – শেখ আকরাম হোসেন
বাগেরহাট রামপাল – সেখ মোয়াজ্জেম হোসেন মোল্লাহাট – শাহীনুল আলম ছানা চিতলমারী – অশোক কুমার বড়াল বাগেরহাট – সদর সরদার নাসির উদ্দিন কচুয়া – এস. এম. মাহাফুজুর রহমান ফকিরহাট – স্বপন কুমার দাশ মংলা – আবু তাহের হাওলাদার মোড়েলগঞ্জ – মো. শাহ-ই-আলম বাচ্চু শরণখোলা – কামাল উদ্দিন আকন
বরিশাল বিভাগ পটুয়াখালী পটুয়াখালী সদর – মো. গোলাম সরোয়ার মির্জাগঞ্জ – গাজী আতহার উদ্দিন আহম্মেদ দুমকী – হারুন-অর-রশীদ হাওলাদার বাউফল – আবদুল মোতালেব হাওলাদার দশমিনা – মো. আব্দুল আজীজ গলাচিপা – মুহম্মদ সাহিন কলাপাড়া – এস এম রাকিবুল আহসান
ভোলা ভোলা সদর – মো. মোশারফ হোসেন দৌলতখান – মনজুর আলম খান লালমোহন – গিয়াস উদ্দিন আহমেদ তজুমদ্দিন – মো. ফজলুল হক চরফ্যাশন – মো. জয়নাল আবেদীন মনপুরা – শেলিনা আকতার
বরগুনা বরগুনা সদর – শাহ্ মোহাম্মদ ওয়ালি উল্লাহ্ আমতলী – জি এম দেলোয়ার বেতাগী – মো. মাকসুদুর রহমান (ফোরকান) বামনা – মো. সাইতুল ইসলাম লিটু পাথরঘাটা – মো. আলমগীর হোসেন
পিরোজপুর পিরোজপুর সদর – মো. মজিবুর রহমান ইন্দুরকানী – এম. মতিউর রহমান মঠবাড়িয়া – হোসাইন মোসারেফ সাকু ভান্ডারিয়া – মো. মিরাজুল ইসলাম কাউখালী – কাজী রুহিয়া বেগম নেছারাবাদ – এস এম মুইদুল ইসলাম নাজিরপুর – অমূল্য রঞ্জন হালদার
ঢাকা বিভাগ টাঙ্গাইল ধনবাড়ী – মো. হারুনার রশিদ মধুপুর – মো. ছরোয়ার আলম খান আবু গোপালপুর – মো. ইউনুস ইসলাম তালুকদার ভুঞাপুর – মো. আব্দুল হালিম ঘাটাইল – মো. শহিদুল ইসলাম লেবু কালিহাতী – মো. মোজহারুল ইসলাম তালুকদার টাঙ্গাইল সদর – শাহ্ জাহান আনছারী দেলদুয়ার – মো. ফজলুল হক নাগরপুর – মো. কুদরত আলী মির্জাপুর – মীর এনায়েত হোসেন মন্টু বাসাইল – মো. মতিয়ার রহমান সখিপুর – জুলফিকার হায়দার কামাল
ঢাকা নবাবগঞ্জ – আব্দুল বাতেন মিয়া দোহার – মো. আলমগীর হোসেন কেরানীগঞ্জ – শাহীন আহমেদ ধামরাই – অধ্যাপক মো. মিজানুর রহমান মিজান সাভার – মঞ্জুরুল আলম রাজিব
মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ সদর – আনিছউজ্জামান টঙ্গিবাড়ী – ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ লৌহজং – মো. ওসমান গনী তালুকদার শ্রীনগর – মো. তোফাজ্জল হোসেন সিরাজদিখান – মহিউদ্দিন আহমেদ গজারিয়া – আমিরুল ইসলাম
নারায়ণগঞ্জ সোনারগাঁ – মো. মোশারফ হোসেন আড়াইহাজার – মুজাহিদুর রহমান হেলো সরকার রূপগঞ্জ – মো. শাহজাহান ভূঁইয়া
ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ হালুয়াঘাট – মাহমুদুল হক সায়েম ধোবাউড়া – প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস ফুলপুর – মোহাম্মদ হাবিবুুর রহমান গৌরীপুর – বিধুভূষণ দাস ময়মনসিংহ সদর – আশরাফ হোসাইন মুক্তাগাছা – মো. বিল্লাল হোসেন সরকার ফুলবাড়ীয়া – মো. আব্দুল মালেক সরকার ত্রিশাল – মো. ইকবাল হুসেন ঈশ্বরগঞ্জ – মাহমুদ হাসান সুমন নান্দাইল – আ. মালেক চৌধুরী ভালুকা – মো. গোলাম মোস্তফা
চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর – মো. জাহাংগীর আলম সরাইল – মো. শফিকুর রহমান নাসিরনগর – রাফি উদ্দিন আহম্মদ আখাউড়া – আবুল কাশেম ভূঁইয়া আশুগঞ্জ – মো. হানিফ মুন্সী নবীনগর – কাজী জহির উদ্দিন সিদ্দিক কসবা – মো. রাশেদুল কাওসার ভূঁইয়া
নোয়াখালী সুবর্ণচর – এ এইচ এম খায়রুল আনম চৌধুরী কবিরহাট – কামরুন নাহার শিউলী কোম্পানীগঞ্জ – মোহাম্মদ শাহাব উদ্দিন চাটখিল – মো. বিল্লাল চৌধুরী সোনাইমুড়ী – খন্দকার আর আমিন সেনবাগ – জাফর আহাম্মদ চৌধুরী বেগমগঞ্জ – ওমর ফারুক বাদশা
ফেনী ফেনী সদর – আবদুর রহমান (বি.কম) দাগণভূঁঞা – মো. দিদারুল কবির ফুলগাজী – মো. আব্দুল আলিম সোনাগাজী – জহির উদ্দিন মাহমুদ (লিপটন) ছাগলনাইয়া – মেজবাউল হায়দার চৌধুরী পরশুরামপুর – কামাল উদ্দিন
কুমিল্লা চান্দিনা – তপন বক্সী মেঘনা – মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার হোমনা – রেহানা বেগম মুরাদনগর – আহসানুল আলম কিশোর লাকসাম – মো. ইউনুছ ভূঁইয়া দেবীদ্বার – মো. জয়নুল আবেদীন তিতাস – মো. শাহিনুল ইসলাম বুড়িচং – আবুল হাসেম খান নাঙ্গলকোট – মো. সামছুউদ্দিন (কালু) চৌদ্দগ্রাম – আবদুস ছোবহান ভূঁইয়া মনোহরগঞ্জ – মোহাম্মদ জাকির হোসেন ব্রাহ্মণপাড়া – মো. জাহাঙ্গীর খান চৌধুরী বরুড়া – এ এন এম মইনুল ইসলাম