খেলার খবর: হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে দ্বিতীয় সেশন পর বিনা উইকেটে সফরকারীদের সংগ্রহ ৮৮ রান। বাংলাদেশ পিছিয়ে ৩৯৩ রানে।
দুই ওপেনার কিউই পেসারদের দারুণভাবে জবাব দিলেও নেইল ওয়াগনার বিপদে ফেলে দিয়েছিলেন তামিম ইকবালকে। ১৩তম ওভারে শর্ট বলে টপ এজ হয়ে বল তুলে দিয়েছিলেন। ফিল্ডার কাছে না থাকায় বেঁচে যান তামিম। এর আগে ৫৬ রান তুলে চা পানের বিরতি যায় বাংলাদেশ। শুরুতে তামিম ছিলেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। বিরতির পর তুলে নিয়েছেন ২৬তম হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৫০ রানে। সাদমান আগলে আছেন অপরপ্রান্ত। ব্যাট করছেন ৩৭ রানে।
এর আগে তৃতীয় দিনেও আধিপত্য ধরে রেখে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের জবাবে রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। এদিন প্রায় দুই সেশন ব্যাট করে দ্বিতীয় সেশনে ৪৮১ রানে এগিয়ে থেকে তারা প্রথম ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৭১৫ রান তুলে।
সেডন পার্কে বেশ কিছু রেকর্ড গড়েছেন কেন উইলিয়ামসন। ভেন্যুর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহটা এখন তার দখলে। অপরাজিত ছিলেন ২০০ রানে। এদিন লাঞ্চের পর দ্রুততম গতিতে রান তুলেছেন তিনি। ২৫৭ বলের ইনিংসে ছিলো ১৯টি চার। অপর দিকে কলিন ডি গ্র্যান্ড হোম ছিলেন আরও বিধ্বংসী। চার ছয় মেরে ৫৩ বলে অপরাজিত ছিলেন ৭৬ রানে। কেন উইলিয়ামসনের ব্যাটিং বীরত্বেই আবার এই ভেন্যুর সর্বোচ্চ রানের দলীয় ইনিংসটিও গড়েছে নিউজিল্যান্ড। অপর দিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টেস্টে ৬০০০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সেঞ্চুরি তুলে।